হিন্দা যুগে জিন্দা আছি

লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ১১ জুন, ২০১৩, ০৮:০৫:৫৭ রাত

হিন্দা যুগে জিন্দা থেকে

হিজড়া হয়ে চলিস না

খাঁচায় পোশা ময়না হয়ে

দাদার বুলি বলিস না।

জিন্দাবাদের সাহস নিয়ে

সিন্দাবাদের বন্দরে

বিভেদ ভুলে নিশান তুলে

মেটাও মনের দ্বন্দ্বরে।

সাতসাগরের মাঝি হয়ে

ঝান্ডা উড়াও ময়দানে

বখতিয়ারের সাথী হয়ে

গর্জে ওঠো জয়গানে।

রক্ত ঢালো বারুদ জ্বালো

অগ্নি তুফান অন্তরে

মাতম তুলে খতম করো

ভন্ড সাধু সন্তরে।

বিষয়: বিবিধ

৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File